empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw
একজন ব্রোকারের গুরুত্ব

একজন ব্রোকারের গুরুত্ব

বেশীরভাগ মানুষের কাছে বৈদেশিক মুদ্রার ব্যবসা এখন পুঁজিপতিদের কোন গোপন অস্ত্র নয় অথবা প্রগতিশীল বিনীয়োগকারীদের কোন গোপন দল নয়।


এ্রছাড়াও, ফরেক্স ফাঁদসহ কোন বন্ধক কার্যক্রম নয়, এমনকি স্টক মার্কেট নয় যেখানে সাধারণ বিনীয়গকারীদের বাজারকে প্রভাবিত করার একমাত্র উপাদান বিশ্বাস আর প্রর্থণা। বর্তমানে, ফরেক্সকে নিশ্চিতভাবে বলা যায় সবচেয়ে বেশী সুগম, স্বজ্ঞামূলকভাবে সুস্পষ্ট, স্বধীন এবং স্থিতিশীল অর্থনৈতিক বাজার। ফরেক্সে কোন লেনদেন অনুমোদন নেই, কোট এবং আপডেট এর মাঝে কোন বিরতি নেই, আপনার ব্যবসা এর কৌশলের উপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নেই; একজন ব্যবসায়ী এবং চার ট্রিলিয়ন ইউএস ডলার এর মাঝে আর কেউ নেই।

বৈশ্বিক মন্দার সময় যখন হাউজিং মার্কেট ও শেয়ার বাজার নিন্মগামী ছিল, যখন শিল্প উৎপাদন সংকীর্ণ হচ্ছিল, তখন ফরেক্সের অর্থের পণ্য আরও বেশী ব্যয়বহুল হচ্ছিল এবং তারল্য বৃদ্ধি পাচ্ছিল।

প্রতিটি নতুন দিনই যত ব্যবসায়ীরা সারা বিশ্বব্যাপী এ বিষয়ে আলোচনা করছে। তত ব্রোকারই ফরেক্স সেবা প্রদান করছে। বর্তমানে সারা বিশ্ব থেকে কয়েক হাজার ব্রোকার এ ব্যবসায় রয়েছে। এই প্রচুর অফিসারের মাজে প্রতারনাকারীও থাকতে পারে। তাদের মোকাবিলা করা মানে আপনার সকল প্রাথমিক তহবিল এবং ব্যবসা করার ইচ্ছা চিরতরে হারানো।

তাসত্ত্বেও, এরকম ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য, যদিও প্রায়ই ঘটে থাকে তারপরেও আপনাকে কদাচিং ভাবেই আপনার প্রথম ব্রোকারকে সর্তকতার সাথে বেছে নিতে হবে। তাই আপনার প্রথম ব্রোকারকে বেছে নেওয়ার জন্য অথবা পরিবর্তন করার জন্য, কোন খ্যতনামা আন্তর্জাতিক ব্রোকারকে বেছে নিন, যারা বড় কোম্পানি গ্রুপের সদস্য কারন ছোট ব্রোকার কোম্পানির সেবা এবং উপকরনসমূহ কম। বর্তমানে এরকম ব্রোকারদের সংখ্যা এক ডজনের বেশী নয়। তারা বড় বড় গ্রহের মত যাদের অনেক উপগ্রহ আছে (যা কোম্পানির প্রধান কার্যাবলিকে বোঝায়) এবং মধ্যাকর্ষণ শক্তি (যা মার্কেটিং এবং পিআর সম্পদকে বোঝায়) আছে যা বহু ব্যবসায়ী এবং অংশীদারীদের আকর্ষন করার জন্য যথেষ্ট।

এরকম বড় একটি কোম্পানির নাম হচ্ছে ইন্সটাফরেক্স, এটা আন্তর্জাতিক অনলাইন ফরেক্স ব্রোকার, যারা আর্থিক বাজারে পরিচালিত বিভিন্ন কোম্পানিকে একত্রিত করেছে। ইন্সটাফরেক্স কোম্পানির বিশেষত্ব হচ্ছে এরা একটি কোম্পানির গ্রুপের মধ্য থেকে একজন ব্যবসায়ী এবং একজন অংশীদাকে সন্তুষ্ট করতে সর্বাধিক সেবা প্রদান করে থাকে। ইন্সটাফরেক্স হচ্ছে গ্রুপের প্রধান অংশ যে গ্রুপের ফার্মগুলো তাদের গ্রাহক এবং অংশীদারদের জন্য সহকারি সেবা প্রদান করে থাক। তাই, ইন্সটাফরেক্স এর গ্রহকগণ শুধু তাদের ব্রোকারের নির্ভরযোগ্যতা এবং পেশাদারিত্বের ব্যাপারেই নিশি্চত হবে না বরং একটি কোম্পানির গ্রুপের ব্যবসায়ী হয়ে তার সকল চাহিদা পূরণ হবে।


In addition to probably the best trading conditions on the market, InstaSpot Company offers its clients a unique set of instruments: segregated accounts, VIP accounts, PAMM accounts, US cent accounts, the system of spread refund ― InstaRebate, numerous contests and campaigns with the annual prize pool amounting to over 300 000 USD and many more.

The complex approach of InstaSpot to rendering services has already borne fruit: over 200,000 traders from 60 countries of the world are the company’s clients; the representative offices are opened in 23 countries, including the USA, Malaysia, India, China, Germany and the Netherlands. By the results of the year 2009, World Finance awarded InstaSpot Company the title of the Best Broker in Asia; it was titled the most dynamically developing broker in the world by CNBC Business and the Best Broker in Russia 2009 by ShowFX World.

So, what satellites make up the InstaSpot planetary system? Along with InstaSpot broker, InstaFintech Group includes InstaMediaGroup which is a multifunctional media agency; television channel InstaSpot TV; service of spread refund InstaRebate; portal for traders MT5.com; educational project for traders InstaFxEducation where all essential information about Forex trading is posted; Miss InstaSpot Asia beauty contest; Internet shop of Forex EAs and indicators; as well as other projects missioned to educate a novice into a real professional of currency trading.

Thus, InstaSpot Company is your own Forex universe where, in addition to the international broker of a high status and sound business reputation, you can find a full scale of instruments, services and facilities for Forex trading.

ইউরোপিয়ান সিইও ম্যাগেজিন, মে, ২০১০
পিছনে ফিরুন

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.