empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw
একটি ব্রোকারের মাধ্যমে মার্কেটের সব সুবিধা গ্রহণ

একটি ব্রোকারের মাধ্যমে মার্কেটের সব সুবিধা গ্রহণ

ভোক্তাদের সাধারণ প্রত্যাশা একজন সরবরাহকারী, বিক্রেতা বা ব্রোকারের কাছ থেকে সম্পূর্ণ সেবা গ্রহণ করা। অন্য কথায়, তারা মার্কেটের কোনো একটি নির্দিষ্ট অংশে অংশগ্রহণ করতে চায়। সবচেয়ে ভালো হয় যখন একজন সরবরাহকারী সুলভ মূল্যে অনন্য, আধুনিক ও উন্নত মানের সেবা প্রদান করে। বর্তমানে একজন ফরেক্স লেনদেনকারীকে প্রধান যে সেবাগুলো গ্রহণ করতে হয় তা হলো - কোনো ব্রোকারের মাধ্যমে মার্কেটে প্রবেশ করা, বার্তা সংস্থাগুলোর ওয়েবসাইট থেকে সংবাদ সংগ্রহ করা এবং বিভিন্ন ব্লগ ও ফোরামের ফরেক্স বিশ্লেষণ অনুসরণ করা। একই ব্রাউজার ও মনিটরে এসব তথ্য সন্নিবেশ করা এবং লেনদেনে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য ব্যবস্থাপনা খুবই অসুবিধাজনক।



যাহোক, আপনি আর একটু সময় ব্যয় করলে ফরেক্সের সকল সেবা প্রদান করে এমন একটি ব্রোকারের সন্ধান পাবেন। অভিজ্ঞতা ও লেনদেনের কৌশল নির্বিশেষে ইন্সটাফরেক্স ও এর ওয়েবসাইট যেকোনো লেনদেনকারীকে সন্তুষ্ট করতে সক্ষম। প্রথমত, বিশ্বের অন্যতম বৃহৎ ও সেরা ব্রোকার ইন্সটাফরেক্স ৭ বছরের অভিজ্ঞতায় ২০ টির বেশি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। উল্লেখযোগ্য পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ফাইনান্স অ্যাওয়ার্ডস কর্তৃক প্রদত্ত "এশিয়ার সেরা ব্রোকার", ইউরোপিয়ান সিইও অ্যাওয়ার্ডস কর্তৃক প্রদত্ত "বেস্ট রিটেইল ব্রোকার" ইত্যাদি। দ্বিতীয়ত, সারা বিশ্ব থেকে এক মিলিয়নেরও বেশি গ্রাহক ইন্সটাফরেক্সে লেনদেন করছে। তৃতীয়ত, ইন্সটাফরেক্স সবচেয়ে আধুনিক ফরেক্স ব্রোকার হিসাবে সুনাম অর্জন করেছে, কারণ এটা অনন্য পণ্য ও সেবা প্রবর্তন করা অব্যাহত রেখেছে, যেমন - প্যাম অ্যাকাউন্টস, ফরেক্সকপি (সফল লেনদেনকারীর লেনদেন অনুকরণ করার অনন্য পদ্ধতি), বাইনারি অপশনস, ইন্সটাওয়ালেট (তহবিল স্থানান্তরের পদ্ধতি) এবং আরও অনেক কিছু। এছাড়াও, ইন্সটাফরেক্স বিভিন্ন ধরণের প্রতিযোগিতা ও প্রচারাভিযানের আয়োজন করে, যার পুরস্কারের পরিমাণ ১ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। প্রতি বছর একজন ইন্সটাফরেক্স গ্রাহক একটি অভিজাত গাড়ি লোটাস বা পোর্শ জয়লাভ করে। সর্বোপরি, ইন্সটাফরেক্স ওয়েবসাইটে কনন্টেটের পরিমাণ ব্যাপক এবং এগুলো নিয়মিত আপডেট হয়। এটা কোম্পানির গ্রাহকদেরকে লেনদেনের ক্ষেত্রে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে প্রয়োজনীয় তথ্য প্রদান করে। নিউজ ফিড ও বিশ্লেষণী পর্যালোচনা থেকে শুরু করে টিভি নিউজ চ্যানেল পর্যন্ত সবকিছুই ব্রোকারের ওয়েবসাইটে পাবেন। ইন্সটাফরেক্স বিশ্লেষণী টিমে রয়েছে ফরেক্সের বিশিষ্ট পেশাদারগণ যাদের ফরেক্স, শিক্ষামূলক প্রকল্প, প্রকাশনা ও গবেষণায় অভিজ্ঞতা রয়েছে। দৈনিক ও সাপ্তাহিক ডজন ডজন পর্যালোচনা ও পূর্বাভাস প্রদানের মাধ্যমে ইন্সটাফরেক্সের বিশ্লেষকগণ আপনাকে ফরেক্স বিশ্বে পথ দেখাবে। বর্তমান বাজার পরিস্থিতি উপর ভিত্তি করে ইন্সটাফরেক্স টিভি টিম প্রতিদিন কয়েকটি ভিডিও সংবাদ প্রচার করে।

সবকিছু পর্যালোচনা করার পর আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে, ইন্সটাফরেক্সের সাথে লেনদেন শুরু করলে আপনি ফরেক্সের ব্যাপক পরিমাণ পণ্য ও সেবা সরবরাহকারীর সাথে কাজ করতে পারবেন। এর রয়েছে সুবিধাজনক লেনদেন পরিস্থিতি, সুখ্যাতি, ২৪ ঘণ্টা সহায়তা, ইন্সটারিবেট প্রকল্প সহ সর্বাধুনিক পণ্য ও সেবা এবং ব্যাপক তথ্য সহায়তা। ইন্সটাফরেক্স সবসময় অভিনব প্রযুক্তি উদ্ভাবন করতে সচেষ্ট থাকে এবং এর গ্রাহকগণ এসব প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পায়।

IAIR ম্যাগাজিন, জানুয়ারি - মার্চ ২০১৪ ইং
পিছনে

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.