empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw
ফরেক্স: এশিয়ার সেরা ব্রোকারের সন্ধান।

ফরেক্স: এশিয়ার সেরা ব্রোকারের সন্ধান।

Interview with Ekaterina Abramova, PR-Director, InstaFintech Group

Insta Forex has been nominated Best Forex Broker in Asia with the IAIR Award. Why have you chosen Asia as your main target market?

On the one hand we saw an opportunity provided by the rising Forex market in Asia. But on the other hand, we carried out analyses and understood that our key strengths will allow us to be hyper competitive in Asian market. Our huge database of happy customers in Asia was proof that we went in the right direction, and special thanks to IAIR Award, which thoroughly evaluated the Asian Forex market, and chose us as the Best Forex Broker in Asia.

Innovation, constant fine-tuning in all directions, team work and transparency are the main objectives of Insta Forex. What are the keys to success in the market, especially in the Asian one?

In addition to the points you mentioned the key is to find the opinion leaders and meet them personally making every effort to explain the opportunities offered by the company and the community influenced by them. You also need to offer something special, like competitions, unusual promo-campaigns and keep in step with innovation. We are good at creativity and Asian customers have valued that.


প্রতিটি গ্রাহককে লেনদেন ক্ষেত্রের একটা অংশ হতে ইন্সটাফরেক্স কোম্পানি সব ধরনের সেবা প্রদান করে। ট্রেডারদের কি কি সুবিধা প্রদান করা হয়?

ট্রেডার এবং অ্যাফিলিয়েটদের আমরা অনেক ধরনের সুবিধা প্রদান করি। আমাদের গ্রাহকেরা ফরেক্স মার্কেটের সর্বোচ্চ বোনাস পায়। প্রতিবার অর্থ জমাদানে ৩০% বোনাস, ফ্রি মার্জিন এর উপর প্রতিবছর ১৩% বোনাস। ভিআইপি গ্রাহকেরা সেগ্রিগেটেড অ্যাকাউন্টের সুযোগ পায়, যেটা ফরেক্স মার্কেটে অর্থ রাখার সবচেয়ে নিরাপদ অ্যাকাউন্ট। যে সকল ট্রেডারেরা লেনদেন শিখে সময় নষ্ট করতে চায় না, কিন্তু লেনদেন করতে চায় তারা প্যাম সিস্টেম ব্যবহার করতে পারে, যা ফরেক্সে বিনিয়োগ করার সবচেয়ে সহজ উপায়।

এবং অংশীদারদের জন্য কি কি সুবিধা রয়েছে?

কিছু মূল স্তম্ভ রয়েছে। প্রত্যেক অ্যাফিলিয়েট এর প্রধান লক্ষ্য হলো অর্থ উপার্জন করা এবং এই কারণে আমরা মার্কেটের সবচেয়ে বেশি কমিশন প্রদান করি- প্রতি চুক্তিতে ১.৫ পিপ। দ্বিতীয়ত হলো গ্রাহকদের উৎসাহিত করা। অ্যাফিলিয়েটরা কোম্পানির সাথে সাথে তাদের নিজেদের ব্যবসা বৃদ্ধি করে। তারা যত বেশি অর্থ উপার্জন করে তত বেশি গ্রাহক ধরতে পারে। সেইসাথে ভালো অবস্থানে পৌঁছতে পারে। তৃতীয়ত হলো বিশ্লেষণ। আমরা বিভিন্ন ধরনের বিশ্লেষণ উপকরণ প্রদান করি। ক্লিক এর পরিসংখ্যান, ওয়ান ক্লিক, কমিশন উপার্জনের বিভিন্ন পরিসংখ্যান থেকে অ্যাফিলিয়েট ট্রাফিক এর উৎস সম্পর্কিত তথ্য ইত্যাদি। অ্যাফিলিয়েট কৌশল পরিবর্তন এবং উন্নত করার সুযোগ রয়েছে। আমরা গ্রাহকদের আকর্ষণ করতে অনেক ধরনের উপকরণ ব্যবহার করি। এই উপকরণগুলোর মধ্যে রয়েছে ব্যানার, উইজেট(ইনফরমার), ভিডিও এবং বিশ্লেষণ, RSS ফিড, প্রশিক্ষণ উপকরণ, বিনামূল্যে অ্যাফিলিয়েট ওয়েবসাইট গ্রহণের সুযোগ এবং রিবেট সিস্টেম। অ্যাফিলিয়েটরা প্রতিটি ট্রেডারের জন্য রিবেট এর লেভেল নির্ধারণ করে এবং স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে অর্থ জমা হয়ে যায়। এইভাবে অ্যাফিলিয়েটরা গ্রাহক আকর্ষণের অভিনব উপায় গ্রহণ করে এবং গণনা কাজে অনেক সময় বাঁচাতে পারে।


গত ছয় মাস ফরেক্স মার্কেটের জন্য অত্যন্ত অস্থিতিশীল ছিল। এই অস্থিতিশীল পরিবেশে আপনি কিভাবে লেনদেন করবেন?

একদিকে এই প্রশ্ন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় কারণ কোম্পানি স্প্রেডের মাধ্যমে অর্থ উপার্জন করে এবং মার্কেটের অস্থিতিশীল অবস্থা দ্বারা প্রভাবিত নয়। অন্যদিকে, মার্কেটের অস্থিতিশীলতার কারণে ট্রেডারেরা অর্থ হারাবে, এই ধরনের একটা ভয় কাজ করে এবং ট্রেডারেরা ট্রেড করতে চায় না। এই কারণে আমাদের বিশ্লেষকগণ এবং শিক্ষা কেন্দ্রেগুলো কঠোর পরিশ্রম করছে এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করছে।

ইন্সটাফরেক্সের পরবর্তী লক্ষ্য কি?

প্রত্যেক কোম্পানির দুইটি বাহ্যিক উদ্দেশ্য থাকে – মুনাফা বৃদ্ধি করা এবং গ্রাহক সন্তুষ্ট করা। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, গ্রাহক সন্তুষ্টি শুধুমাত্র মুনাফা তৈরির জন্য নয়, গ্রাহক সন্তুষ্টি হলো সফল কোম্পানিগুলোর মুল লক্ষ্য। সুতরাং আমরা সকল কার্যকারী ব্যবস্থা গ্রহণ করছি এবং এই দুইটি প্রাথমিক লক্ষ্য অর্জনে আমাদের উদ্ভাবন অব্যাহত রেখেছি। আরও বিশেষভাবে বলা যায়, কোম্পানি দিন দিন আরও বেশি পৃথিবীব্যাপী বিস্তৃত হচ্ছে। সুতরাং বিশ্ব মানচিত্রের সকল জায়গায় ইন্সটাফরেক্স থাকবে এবং ল্যাটিন আমেরিকা হবে কোম্পানির অন্যতম লক্ষ্য। যাইহোক, কোম্পানির বর্তমান অগ্রগতি অব্যাহত রাখাও প্রয়োজন। এই কারণে এশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউরোপিয়ান সিইও ম্যাগাজিন এর “সেরা রিটেইল ব্রোকার” এর স্বীকৃতি প্রমাণ করে যে ইন্সটাফরেক্স সকল ক্ষেত্রে সমানভাবে এগিয়ে যাচ্ছে।

IAIR ম্যাগাজিন, অক্টোবর- ডিসেম্বর ২০১১
পিছনে

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.