empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw
ইন্সটাফরেক্স: আপনার ব্রোকার এবং সহায়তাকারী

ইন্সটাফরেক্স: আপনার ব্রোকার এবং সহায়তাকারী

ইন্সটাফরেক্স তার গ্রাহকদেরকে ব্যাপক পরিমাণ তথ্য সরবরাহ করে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নিউজ আপডেট, বিভিন্ন ধরনের জরিপ এবং বিশেষ বিশ্লেষণী পর্যালোচনা।

আমরা এমন একটি যুগে বসবাস করছি যেখানে খবরের গুরত্ব অনেক বেশী, ব্যাপক পরিমাণ তথ্য আদান-প্রদান হয় এবং সেগুলো সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হয়। কেউ কেউ স্পোর্টস ইভেন্টস পছন্দ করে, আবার কারো আগ্রহ আছে রাজনীতিতে। যাহোক, অর্থনৈতিক সংবাদ সব ক্ষেত্রেই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।

কেউ কেউ মনে করে, "সংকটময় মুহূর্ত, আইএমএফ বেইলআউট লোন, চীনের শিল্প উৎপাদন কম বা বেশি হওয়া, তেলের মূল্যের ওঠানামা, এবং এজাতীয় বিষয় যেগুলো আমার প্রাত্যহিক জীবনের সাথে অসঙ্গতিপূর্ণ সেগুলো সম্পর্কে আমার খবর রাখতে হবে কেনো?" বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা সম্পর্কে জানা খুবই জরুরী কিনা? অথবা তাঁত সংকট বা অর্থনৈতিক মন্দা সম্পর্কে আগে থেকেই জেনে রাখা ভালো কিনা?



সম্ভবত, এটা যৌক্তিক। আপনি কি জানেন যে, এই পৃথিবীতে অন্তত কয়েক মিলিয়ন মানুষ আছে যারা সাধারণ জ্ঞান ব্যবহার করে ব্যাপক অর্থ উপার্জন করে?

প্রকৃতপক্ষে তারা অর্থনৈতিক সংবাদ ব্যবহার করে লেনদন করে। এই মানুষগুলো স্টক এবং কারেন্সি মার্কেটের লেনদেনকারী। তাই, চাহিদা অনুযায়ী তাদেরকে বৈশ্বিক অর্থনীতির সর্বশেষ সংবাদ জানতে হয়। এছাড়াও তাদেরকে উন্নয়নের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে হয়। সময়মত সঠিক অর্থনৈতিক সংবাদ প্রাপ্তির উপর তাদের সিদ্ধান্ত গ্রহণ নির্ভর করে।

ভালো মুনাফা অর্জনের জন্য সঠিক ব্রোকার নির্ধারণ
ব্যাপক অর্থে বলা যায়, এই ধরনের তথ্য স্থির মুনাফাকে নিশ্চিত করে। সুতরাং, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেনদেন শুরু করার আগে একটি নির্ভরযোগ্য ব্রোকার খুঁজে বের করা। ভালো মুনাফা পেতে হলে তিনটি অপরিহার্য শর্তের অন্তত একটিকে পূরণ করতে হবে: লেনদেনে অভিজ্ঞ হতে হবে, বিশ্লেষণী পর্যালোচনায় দক্ষ হতে হবে অথবা মৌলিক বিশ্লেষণে অভিজ্ঞ হতে হবে।

প্রকৃতপক্ষে লেনদেন করা এবং একইসাথে বিভিন্ন উৎস থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা দুষ্কর। যেসব লেনদেনকারী মৌলিক বিশ্লেষণ পছন্দ করে, অথবা সংবাদের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করে ইন্সটাফরেক্স তাদের জন্য সেরা সুবিধাসমূহ সরবরাহ করছে।

ইন্সটাফরেক্স হলো সেরা মানের ও নির্ভরযোগ্য সেবা প্রদান করার ক্ষেত্রে বিশ্বের নেতৃস্থানীয় ব্রোকার। এটা একটি তথ্যের উৎস, যেখানে নিউজ আপডেট, পরিসংখ্যান এবং ভালো মানের বিশ্লেষণী পর্যালোচনা রয়েছে।

আপনাকে সিদ্ধান্ত গ্রহণের জন্য লেনদেন ছেড়ে সংবাদ পড়তে হবে না। ইন্সটাফরেক্স আপনাকে উভয়েই একসাথে প্রদান করবে। ইন্সটাফরেক্সের ব্যাপক পরিমাণ তথ্য এবং বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্সে লেনদেন করা এবং সংবাদ পর্যবেক্ষণ করার জন্য যথেষ্ট।

ইন্সটাফরেক্সের গ্রাহক হওয়ার মাধ্যমে প্রত্যেক লেনদেনকারী অনলাইনে আপডেট হওয়া তথ্য, প্রতি ১০ মিনিটে প্রকাশিত বিশ্লেষণী পর্যালোচনা এবং প্রতিদিনের ভিত্তিতে ইন্সটাফরেক্স টিভি থেকে প্রাকাশিত সংবাদ সংগ্রহ করতে পারে।

একসময় আপনি মৌলিক বিশ্লেষণের উপর ভিত্তি করে লেনদেন করা বাদ দিয়ে অন্য কিছু ব্যবহার করার চেষ্টা করতে পারেন। এজন্য ইন্সটাফরেক্স ব্যাপক পরিমাণ সেবার অফার দিচ্ছে। ঊদাহরণস্বরূপ, আপনি বিনিয়োগকারী হিসাবে প্যাম সিস্টেম ব্যবহার করে সফল লেনদেনকারীদের লেনদেনে বিনিয়োগ করতে পারেন। আপনি ফরেক্সকপি সিস্টেম এর মাধ্যমে দক্ষ ট্রেডারদের ট্রেড কপি করতে পারেন। এছাড়াও, আপনার হাতের কাছেই রয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা, যেমন: বাইনারি অপশনস, ইন্সটাওয়ালেট (যেকোনো অ্যাকাউন্টধারীর জন্য বহুমুখী ইলেকট্রনিক সার্ভিস), ওয়েবট্রেডার (এই ট্রেডিং প্লাটফর্মের মাধ্যমে একজন গ্রাহক যেকোনো সহজলভ্য ব্রাউজার ব্যবহার করে ট্রেডিং করতে পারে), ফ্রি ভিপিএস হোস্টিং ইত্যাদি।

ইন্সটাফরেক্স ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটা বিশ্বের সেরা দশটি ব্রোকারের একটি। সারা বিশ্ব থেকে কমপক্ষে ২,০০০,০০০ মানুষ ইন্সটাফরেক্সের গ্রাহক হয়েছে। ইন্সটাফরেক্স ২৫টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়ছে "বেস্ট ফরেক্স ব্রোকার ইন এশিয়া", "বেস্ট রিটেইল ফরেক্স ব্রোকার", "বেস্ট ইসিএন ব্রোকার", "বেস্ট ফরেক্স ব্রোকার এশিয়া প্যাসিফিক" এবং অন্যান্য মর্যাদাপূর্ণ পুরস্কার।

ওয়ার্ল্ড ফাইনান্স এ্যাওয়ার্ডস, ইউরোপিয়ান সিইও এ্যাওয়ার্ডস, ইউকে ফরেক্স এ্যাওয়ার্ডস, এবং ইন্টারন্যাশনাল ফাইনান্স ম্যাগেজিন কর্তৃক ইন্সটাফরেক্সের কৃত্বিত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে।

সিঙ্গাপুর বিজনেস রিভিউ, সেপ্টেমবর ২০১৫ ইং
পিছনে

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.