empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

স্টক মার্কেট (আমেরিকা) এবং ফরেক্স মার্কেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রাশিয়াতে স্টক মার্কেটকে শেয়ার মার্কেট বলা হয়। এই দুইটি মার্কেটের মধ্যে পার্থক্য কি?

১. স্টক মার্কেটের কার্যক্রম নিউ ইয়র্ক সময় অনুযায়ী ৯:৩০ শুরু হয় এবং শেষ হয় ১৬:০০| একারনে যেসব ব্যবসায়ী দুপুর বেলা তাদের বেশীরভাগ ব্যবসা সম্পাদন করেন তারা এই সময়ে স্টক মার্কেটে সক্রিয়ভাবে ব্যবসা করতে পারন না। অন্যদিকে, ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা খোলা থাকে (শনিবার এবং রবিবারের পাশাপাশি, এই সময়ে কোন ট্রেডিং হয় না) যার ফলে একজন ব্যবসায়ীকে ব্যবসা করার সবচেয়ে উপযুক্ত সুময় নির্বাচন করার জন্য মার্কেটের উপর নির্ভর করতে হয় না।

২. যেহেতু শেয়ার মার্কেট বিভিন্ন কম্পানির হাজার হাজার শেয়ারের মাধ্যমে পরিচালিত হয়, তাই ভবিষ্যদ্বাণী করা কঠিন কোন কোম্পানির শেয়ারের দাম বাড়বে অথবা কমে যাবে - একই সাথে এতগুলো কোম্পানি সম্পর্কে জানা প্রায় অসম্ভব। একারনে, বিদ্যমান অনেক কোম্পানির মাঝে পর্যবেক্ষনের জন্য কিছু কম্পানিকে নির্বাচন করা একটি জটিল কাজ।

যাহোক, বেশীরভাগ ক্ষেত্রে ফরেক্সের ব্যবসা সম্পাদিত হয় কতিপয় নির্দিষ্ট মুদ্রার মাধ্যমে, দাম হচ্ছে ডলার-প্রভাবিত। ডলারের বিপরীতে এবং একে অন্যের বিপরীতে এই মুদ্রাজোড়াগুলোর দাম স্টক মার্কেটের বিভিন্ন কোম্পানির শেয়ারের তুলনায় অর্থনৈতিক ঘটনা এবং খবর দ্বারা অনেক বেশী প্রভাবিত হয়।

বিভিন্ন দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উপর যেসব বাহ্যিক অর্থনৈতিক বিষয়গুলো প্রভাব বিস্তার করে সেগুলো বিশ্লেষণ করা সহজ। যেহেতু গণমাধ্যম কর্তৃক নিয়মিত প্রকাশনার কারনে অর্থনৈতিক খবরে সবসময় বিনামূল্যে প্রবেশ করা যায়।

৩. দেশের অর্থনৈতিক বিপর্যয় এবং স্থিতিস্থাপক মার্কেট পতনের সময়, স্টক মার্কেটের বিনিয়োগকারীগণ প্রচন্ড সমস্যায় পতিত হন। এই সময়ে তাদের মুনাফা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং মাঝে মাঝে শূন্যতে পৌছায় যদি না বিনিয়োগকারী বিয়ার অনুমান করে ব্রোকারের অর্থ উঠিয়ে নেয়। চক্রাকার অর্থনৈতিক উন্নয়নের জন্য অধঃপতনের পর সবসময়েই ঊর্ধ্বমুখী হয়, কিন্তু এই সময়কাল কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে।

ফরেক্স মার্কেটে, স্টক এক্সচেঞ্জের সাথে পার্থক্যর ক্ষেত্রে, ব্যবসায়ীরা ঊর্ধ্বমুখী মুদ্রাসমূহ ক্রয় এবং নিন্মমূখী মুদ্রাসমূহ বিক্রয়ের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন। এটা ফরেক্স মুদ্রা বাজারে ব্যবসা করা এবং মুনাফা অর্জন করার মূল ধারণা।

শেয়ার মার্কেটের (স্টক মার্কেট) তুলনায় ফরেক্স মুদ্র বাজারের কতিপয় সুবিধা থাকলেও ১০০% সফলতার নিশচয়তা প্রদান করা সম্ভব নয় এবং স্টক মার্কেটও নয়, এমনকি আপনার সকল তহবিল হারানোর সম্ভাবনা রয়েছে।

প্রবন্ধের তালিকায় ফিরুন
একটি অ্যাকাউন্ট খুলুন
একটি অ্যাকাউন্ট খুলুন
ডিপোজিট করুন
ডিপোজিট করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.