empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

এখন, ইন্সটাফরেক্স ট্রেডিং ব্যবস্থা ৯ টি পূর্ণবর্ধিত ট্রেডিং সার্ভার নিয়ে গঠিত।

বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত ২৫ টি অতিরিক্ত সার্ভার সহ মধ্যবর্তী তথ্যকেন্দ্রের সহায়তায় এরা তথ্য আদান-প্রদানে সহায়তা করে। সুতরাং, সার্ভার এবং তথ্য কেন্দ্রের এক জটিল পদ্ধতি ব্যবসায়ীদের জন্য ট্রেডিং সেন্টারের সঙ্গে উচ্চ মানের এবং দ্রুত সংযোগ পাওয়ার জন্য সক্ষম করে তোলে। কখনও কোন মদ্ধবর্তী তথ্যকেন্দ্র পরিপূর্ণ হলে, ক্লাইন্ট ক্যাবিনেট অন্য তথ্যকেন্দ্রে স্বয়ক্রিয়ভাবে পরিবর্তিত হয়।
ইন্সটাফরেক্স কোম্পানির আমেরিকান ট্রেডিং সার্ভার ৯ টি তথ্যকেন্দ্র নিয়ে গঠিত এবং এটা দক্ষিন আমেরিকা এবং রাশিয়ান ফেডারেশন সহ সারা বিশ্বের গ্রাহকদের জন্য প্রবেশাধিকার রয়েছে। আমেরিকার একটি সেরা কোম্পানি দ্বারা সরবারহকৃত উচ্চ প্রযুক্তিগত সহায়তা এবং সমস্যামুক্ত ট্রান্সমিশন চ্যানেল, ইন্সটাফরেক্স সার্ভারকে দক্ষিন আমেরিকা, রাশিয়া এবং ইউরোপের গ্রাহকদের কাছে জনপ্রিয় করে তুলেছে।

সিঙ্গাপুরে ইন্সটাফরেক্স সার্ভারের ১০ টি তথ্যকেন্দ্র রয়েছে এবং এগুলোর বেশীর ভাগ ব্যবহৃত হয় মধ্য প্রাচ্য এবং দক্ষিন এশিয়া অঞ্চলের গ্রাহকদের দ্বারা। স্বল্প সময়ের অর্ডার সম্পাদনের কার্যকারিতা আকর্ষনীয় করে তুলেছে এশিয়ার গ্রাহকদের কাছে যারা দ্রুত ব্যবসায়ীক কার্যক্রমের মূল্যায়ন করেন। সিঙ্গাপুরে ১০ টি তথ্যকেন্দ্রের এশিয়ার সেরা সক্ষমতার সরবারহকারী, তথ্য আদান- প্রদানে সহায়তা করে থাকে ইন্সটাফরেক্স গ্রাহকদের সর্বোচ্চ ব্যর্থতা-মুক্ত ট্রেডিং করার জন্য।

ইউরোপে অবস্থিত দুইটি ইন্সটাফরেক্স ট্রেডিং সার্ভারের কয়েকটি তথ্য কেন্দ্র রয়েছে। এগুলো গ্রাহকদের অবস্থান নির্বেশেষে অসংখ্য গ্রাহকের অর্ডার সময়মত সম্পাদন করা নিশ্চিত করে। ইউরোপীয় সার্ভার ইউরোপীয় ব্যবসায়ীদের অর্ডার সময়মত উচ্চ মানের প্রক্রিয়াজাতকরণে সহয়তা করে। এছাড়াও, এটা আংশিকভাবে কোম্পানির অন্যান্য সার্ভারের লোড নিয়ে থাকে। ইন্সটফরেক্স সার্ভার থেকে ইউএসএ (ইন্সটাফরেক্স-ইউএসএ২.কম) এবং ইউরোপের বাজার মূল্য ৫ দশমিক স্থান পর্যন্ত অন্তর্ভূক্ত.

ইন্সটাফরেক্স কোম্পানির নতুন গ্রাহক যেখানেই থাকুক না কেন, সে ৯ টি ট্রেডিং সার্ভারের মধ্যে যেকোন একটিকে নির্বাচন করতে পারে, কারন প্রত্যেক ইন্সটাফরেক্স ট্রেডিং সার্ভার ইন্টারনেটে বিনিয়োগ নিয়ন্ত্রণে নির্ভরযোগ্য, এবং পৃথিবীর যেকোন প্রান্ত থেকে গ্রাহকের কাছে সার্ভারকে পৌছাতে ০.২ সেকেন্ডের বেশী সময় নেয় না। অসখ্য গ্রাহক বিভিন্ন সার্ভারে কয়েকটি অ্যাকাউন্ট খোলে, এভাবে তারা ট্রেড প্রক্রিয়ার মধ্যে তাদের কার্যকারীতা অনুমান করার জন্য একটি সুযোগ পায়।

ইন্সটাফরেক্স সার্ভার পদ্ধতি

উপরের দেওয়া প্রকল্পটি ইন্সটাফরেক্স ট্রেডিং সার্ভার এবং তথ্য কেন্দ্রের আন্ত;যোগাযোগ এবং কার্যক্রমের নীতিমালাকে প্রতিফলন করে।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.