empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

বাজারে ওয়েভের নীতিগুলো প্রয়োগ করার মাধ্যমে একজন ট্রেডার কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য মূল্যের সঠিক পূর্বাভাস দিতে পারে। এই ধরণের বাজার বিশ্লেষণ ট্রেডিংয়ে সফলতা নিশ্চিত করতে পারে এবং একজন পেশাদার ট্রেডারের জন্য খুবই কার্যকর হতে পারে।

কীভাবে ওয়েভ বিশ্লেষণ প্রয়োগ করা হয়?

ইলিয়ট ওয়েভ তত্ত্ব অনুসারে, কোনো মুদ্রার প্রাইস মুভমেন্ট বা মূল্যের ওঠানামা চার্টে ওয়েভ আকারে উপস্থাপন করা যায়। ওয়েভগুলোকে তিনটি ইম্পালসিভ ওয়েভ এবং দুইটি কারেকটিভ ওয়েভ আকারে ভাগ করা হয়। ইম্পালসিভ ওয়েভ মূল্য প্রবণতার দিকে এবং কারেকটিভ ওয়েভ মূল্য প্রবণতার বিপরীতে প্রবাহিত হয়। এই ওয়েভগুলোকে নম্বর দিকে প্রকাশ করা হয় 1,2,3,4,5। যখন প্রবণতা কম সক্রিয় থাকে তখন মূল্যের কারেকশন শুরু হয়, যা তিনটি ওয়েভ আকারে চার্টে উপস্থাপিত হয়। এদের মধ্যে দুইটি ওয়েভ ইম্পালসিভ এবং তৃতীয়টি কারেকটিভ। এই ওয়েভগুলোকে A,B এবং C আকারে উপস্থাপন করা হয়।

forex wave analysis

ওয়েভ বিশ্লেষণের প্রধান ধারণাটি হলো - প্রাইস মুভমেন্ট নিয়মানুযায়ী হয়; অর্থাৎ একই প্যাটার্নের পুনরাবৃত্তি হয়। যখন ট্রেডারগণ ফরেক্সে ওয়েভ বিশ্লেষণ ব্যবহার করে তখন তারা প্রবণতার নির্দিষ্ট কিছু পর্যায়ে পূর্বাভাস প্রদান করতে পারে। ট্রেডারগণ সঠিক ওয়েভ অনুসরণ করে বাজারে প্রবেশ করতে পারলে এবং সঠিক সময়ে ডিল ক্লোজ করতে পারলে মুনাফা নিশ্চিত করতে পারে। ফরেক্সে ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য সঠিকভাবে স্টপ লস নির্ধারণ করুন। ট্রেডারদেরকে ওয়েভের আকারের উপর দৃষ্টি রাখা জরুরী। সাধারণত, ইম্পালসিভ ওয়েভ যত বড় হবে, কারেকটিভ ওয়েভগুলোও তত বড় হবে।

ওয়েভ বিশ্লেষণের সবচেয়ে কঠিন বিষয়টি হলো ওয়েভের ধরণ সঠিকভাবে চিহ্নিত করা। মূল্য প্রবণতার সঠিক পূর্বাভাস প্রদান করার জন্য ইম্পালসিভ ওয়েভ এবং কারেকটিভ ওয়েভকে আলাদা করা জরুরী। সাধারণত কারেকটিভ ওয়েভ চিহ্নিত করা সবচেয়ে কঠিন। ইলিয়ট ওয়েভ তত্ত্ব ট্রেড করার যোগ্য যেকোনো অ্যাসেটের উপর প্রয়োগ করা সম্ভব - শেয়ার এবং বন্ড থেকে শুরু করে ইউরো/ইউএসডি কারেন্সি পেয়ার।

প্রবন্ধের তালিকায় ফিরুন
একটি অ্যাকাউন্ট খুলুন
একটি অ্যাকাউন্ট খুলুন
ডিপোজিট করুন
ডিপোজিট করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.