empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

মিস ইন্সটা এশিয়া প্রতিযোগিতার ফলাফল ২০১২

১লা অক্টোবর ২০১২,মিস ইন্সটা এশিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছিলো। বিভিন্ন দেশের ৭০০ বেশি রমণীরা এই জাঁকজমকপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিলো। তারা শুধু তাদের প্রোফাইলে, ছবি আপলোড এবং ভিডিও নিবন্ধন করেনি, ব্যবহারকারীদের পোস্টের জবাব দিয়েছে, সামাজিক নেটওয়ার্ক এবং ফোরামে যোগদান করেছে।

প্রতিযোগিতার ফলাফল অনুসারে, ছয়জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছিলো এবং ৪০,০০০ ডলার পরিমান পুরস্কারের অর্থ তাদের মধ্যে প্রদান করা হয়েছিলো।

ইকাটেরিনা নাগরনায়া হয়েছিলো বিউটি কুইন এবং মিস ইন্সটা এশিয়া খেতাবে ভূষিত হয়েছিলো এবং পুরস্কার হিসাবে পেয়েছিলো নগদ ২০,০০০ ডলার।

মারিনা জাহবিনা ফরেক্স লেডি খেতাব এবং ৮,০০০ ডলার পেয়েছিল। অন্যান্য রমণীরা: নাটালিয়া গরিলভা ,ইয়ানা সাইকা,ফ্রান্সিস্কা ফ্রিটি এবং টাতিয়ানা মালাকভা খেতাব প্রাপ্ত হয়েছিলো যথাক্রমে মিশ পস, মিস ক্রিয়েটিভিটি, মিস স্মাইল, মিস এসপাইস এবং প্রত্যেকে ৩,০০০ ডলার মূল্যের পুরস্কার গ্রহন করেছিলো।

চূড়ান্ত প্রতিযোগী এবং নতুন পর্বের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সম্পর্কে আরও জানতে , দয়া করে পরিদর্শন করুন miss-instaforex-asia.com.

পূর্বের প্রতিযোগিতাসমূহের ফলাফল:
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.