empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

মস্কো শহরে "মিস ইন্সটা এশিয়া ২০১৪" এর বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়েছে।

৮ই নভেম্বর, ইন্সটাফরেক্সের তৃতীয় সম্মেলনে ৫ম অনলাইন সুন্দরী প্রতিযোগিতা ২০১৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান মস্কোতে অনুষ্ঠিত হয়েছে। মিস ইন্সটা এশিয়ার ৫ম পর্ব শুরু হয়েছিলো ২০১৩ সালের শরৎকালে এবং শেষ হয়েছিলো ২০১৪ সালের অক্টোবরে।

মিস ইন্সটা এশিয়া ২০১৪ সুন্দরী প্রতিযোগিতায় ৩০টি দেশের সুন্দরী রমণীরা “বিউটি কুইন”খেতাবের জন্য একত্রিত হয়েছিলো। এই প্রতিযোগিতায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, গ্রেট ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইউক্রেন, লাটভিয়া, ইন্ডিয়া, ইরান এবং চীনের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলো। পুরো বছর ধরে এই রমণীরা প্রতিযোগিতার অফিসিয়াল ওয়েবসাইটে তাদের ছবি, প্রোফাইল এবং ভিডিও পোস্ট করেছে।

মিস ইন্সটা এশিয়া ২০১৪ এর খেতাব বিজয়ী হয়েছেন নাটালিয়া পোটসকিয়া। এছাড়াও ব্যবহারকারী এবং বিচারক মণ্ডলীরা প্রতিযোগিতার ৫ম পর্বে পাঁচজন ভিন্ন ধরনের সুন্দরী নির্ধারণ করেছেন।

২০১৩-২০১৪ সালের বিজয়ীদের অবস্থান ছিল নিম্নরূপ:

  • ১ম পুরস্কার: নাটালিয়া পোটসকিয়া, ২০,০০০ মার্কিন ডলার
  • ২য় পুরস্কার: ভিক্টোরিয়া স্মিল্কো ১০,০০০ মার্কিন ডলার
  • ৩য় পুরস্কার 3: ইয়ানা রসাদচায়া ৫,০০০ মার্কিন ডলার

বিচারক মণ্ডলীরা দুইটি বিশেষ বিভাগে বিজয়ী নির্ধারণ করেন:

  • ইন্সটা চয়েস - ফ্লোরা রাইজনোভা ৫,০০০ মার্কিন ডলার
  • ফরেক্স লেডি - লাইবভ গণচেরভা ৫,০০০ মার্কিন ডলার

পূর্বের বছরের মত, এই পুরস্কার প্রতিযোগিতায় অনেক অতিথির সমাগম হয়েছিলো। সুন্দরী রমণী, সন্ধ্যার জমকালো পোশাক, পুরস্কার, ছবি ও অতিথিদের কলতান এবং অথিতিবৃন্দ যারা শুধুমাত্র মিস ইন্সটা এশিয়া অনুষ্ঠান দেখতে এসেছিলো-এই সকল স্মৃতি বিজয়ীদের মনে দীর্ঘ দিন গেঁথে থাকবে।

আপনি [LNK]ফলাফল বিভাগে[/LNK] এই পর্বের সর্বশেষ সংবাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ছবির প্রতিবেদন ও সুন্দরী রমণীদের সাক্ষাৎকার দেখতে পাবেন।

ইন্সফরেক্স এর বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং স্মরণ করিয়ে দিচ্ছে যে “মিস ইন্সটা এশিয়া ২০১৫”শুরু হয়ে গেছে। এই পর্বের মোট পুরস্কারের পরিমাণ ৪৫,০০০ মার্কিন ডলার। জনপ্রিয় আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় দ্রুত অংশগ্রহণ করুন! সম্ভবত, আপনিই এই প্রশংসা, বিজয়ীর সন্মান এবং পুরস্কারের অর্থ পাবেন।


পূর্বের প্রতিযোগিতাসমূহের ফলাফল:
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.